সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই টিউন। তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন একটি অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশেও স্মার্ট ফোন ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কিন্তু আমাদের দেশে এই স্মার্ট ফোন ব্যবহারের 3G/4G প্রযুক্তি সেবা এখনো গড়ে উঠেনি। ফলে অনেকেরেই নানা ভোগান্তির শিকাড় হতে হয়। এই ভোগান্তির একটি হলো স্মার্ট ফোন লক বা আনঅ্যাক্টিভ হয়ে যাওয়া। বেশ কয়েকমাস আগে এক বন্ধুর একটি তার Android Smart Phone হার্ড রিসেট দেবার পর তা লক বা আনঅ্যাক্টিভ হয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরও কোন উন্নতি হয় নি ফলে শেষ চিকৎসা হিসাবে ছিলাম আমি… J সে যাই হোক ২-৩ দিন স্মার্ট ফোন টি আমার কাছে থাকার পর অনেকটা অভাবনীয় ট্রিকসের মাধ্যয় আনলক হয় সেই মহারাজা Android তবে মজার ব্যাপার আনলক হবার পদ্ধত্তি কিন্তু একেবারেই সহজ। এটি আনলক বা অ্যাক্টিভ হবার পদ্ধত্তিটি আসলে সঠিক পদ্ধত্তি নয় এটি Android Smart Phone এর একটি গোপন মেথড। আসুন দেখি কিভাবে আনলক বা অ্যাক্টিভ করবেন এই Android Smart Phone
প্রথমে Android Smart Phone টি স্বভাবিক ভাবেই চালু করুন। ফোনের আনলক বা অ্যাক্টিভ উইন্ডো আসলে আপনর হাতের একটি আজ্ঞুল দিয়ে ফোনের ডিসপ্লে এর নিচ থেকে ছবির মতন চারটি টোকা দিন এবং একটু অপেক্ষা করুন। দেখুন আপনার Android Smart Phone টি নেটওয়ার্ক কানেকশন ছাড়াই আনলক বা অ্যাক্টিভ হয়ে গেছে।
No comments:
Post a Comment