আমাদের উইন্ডোজ এক্সপি/৭ এ একটানা দীর্ঘ সময় কাজ করলে একসময় কম্পিউটার বেশ স্লো হয়ে যায়। এর প্রধান কারন হলো টেমপটারি বা ক্ষন স্থায়ী অথবা অপ্রয়োজনীয় ফাইলের সংখ্যা বৃদ্ধি পাউয়া। এ সব টেমপটারি বা ক্ষন স্থায়ী ফাইল আমরা বেশির ভাগই রান কমান্ড এর মাধ্যমে মেনুয্যালী ভাবেই ডিলিট করে থাকি। তবে আপনি চাইলে BD-Cleaner v1.0 একটি পোটেবল সফটওয়্যারের মাধ্যমে এই টেমপটারি বা ক্ষন স্থায়ী ফাইল গুলোকে মুছে দিতে পারেন।
BD-Cleaner v1.0 যে সকল ফাইল ডিলিট করতে পারেঃ
- সকল টেম্প ফাইল
- রিসেন্ট ও হিষ্টরি
- টেম্পটারি ও মাইক্রোসফট রিসেন্ট ফাইল
- টেম্পটারি ইন্টারনেট ফাইল
- প্রিফেজ ফাইল
- উইন্ডোজ লগ ফাইল
- অফলাইন ওয়েব পেজ
- আনইন্সটল ইনফর্মেশন
- কুকিস ফাইল
BD-Cleaner v1.0 ডাউনলোড লিঙ্কঃ
সফটওয়্যারটি ডাউনলোড করার পর BD-Cleaner v1.0 ওপেন করুন।
এখন পিসি ক্লিন করার জন্য Run Cleaner এ ক্লিক করুন। এখন CMD ওপেন হবে। এই CMD মাধ্যমেই আপনার কম্পিউটারের সকল টেমপটারি বা ক্ষন স্থায়ী ফাইল মুছে যাবে।
BD-Cleaner v1.0 সিস্টেম ট্রেতে মিনিমাইজ হতে পারে তাই সফটওয়্যারটি ওপেন করলেই আপনি সিস্টেম ট্রেতে একটি আইকন দেখতে পারবেন। সিস্টেম ট্রে এর আইকন এ ক্লিক করে আপনি BD-Cleaner v1.0 কে সিস্টেম ট্রেতে মিনিমাইজ করে রাখতে পারবেন... :)
No comments:
Post a Comment