Monday, 20 February 2012

কম্পিউটার সর্বচ্চ গতিময় রাখতে এলো ঝাড়ুদার ১.৪ | উইন্ডোজ ৭ সমর্থিত বাংলাদেশী সফটওয়্যার

undefined

ঝাড়ুদার ১.৪ একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার। ঝাড়ুদার মূলত একটি সিস্টেমের অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কারক সফটওয়্যার। যা উইন্ডোজ এক্স পি এবং উইন্ডোজ ৭ এর অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল ক্লিন করতে শতভাগ কার্যকর। এছাড়া ঝাড়ুদার ১.৪ ইন্টারনেট এ ব্যবহৃত বিভিন্ন ব্রাউজার যেমন, ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার সহ বিভিন্ন অ্যাপলিকেশন সফটওয়্যারের ডাস্ট ফাইল এবং অপ্রয়োজনীয় সাময়িক ফাইল মুছতে সক্ষম।

Zharudar 1.4 মেনু পরিচিতিঃ

undefined

Toolbar

Toolbar: ঝাড়ুদার ১.৪ চালু করার সাথে সাথে ডেক্সটপ এ ছোট একটি টুলবার দেখতে পারবেন। এখানে মোট তিনটি সুবিধা পাবেন। “ঝাড়ু দিন” এ ক্লিক করলে ঝাড়ুদার ১.৪ আপনার কম্পিউটারের ডাস্ট ফাইল ক্লিন করা শুরু করবে। ঝাড়ুদার ডেক্সটপ টুলবারের একেবারের শেষ প্রান্তে একটি ইয়েলো বাটন পাবেন যাতে ক্লিক করলে ঝাড়ুদার ডেক্সটপ টুলবার বন্ধ হয়ে যাবে। ঝাড়ুদার টুলবারের প্রথমের “ঝ” আইকন এ ক্লিক করলে আপনি ঝাড়ুদার এর হোম এ চলে যাবেন।

Home

HOME: এটি ঝাড়ুদার এর অফিসিয়াল ক্লিনিং উইন্ডো। এখানে Clean বাটন এ ক্লিক করলে ঝাড়ুদার আপনার সিস্টেমে থাকা সকল ডাস্ট ফাইল মুছতে শুরু করবে এবং যে সকল ফাইল ক্লিন করেছে তা আপনাকে একটি বক্সের মাধ্যমে জানিয়ে দিবে।

USB Option

USB Option: এখানে আপনি ইউএসবি রাইট প্রটেকশন রিমুভ করার জন্য একটি বাটন পাবেন, যার মাধ্যমে আপনি রাইট প্রটেক হয়ে যাওয়া যে কোন ইউএসবি ড্রাইভের রাইট প্রটেকশন রিমুভ করতে পারবেন।

Autorun GD (Guard)

Autorun GD (Guard): এ অপশনের মাধ্যমে আপনি আটোরান সংশ্লিষ্ট ভাইরাসের .inf ফাইল অকার্যকর করতে পারেন। এটির কম্পিউটারে সংযুক্ত সকল ড্রাইভে “autorun.inf” ফোল্ডার তৈরি করে, যা ঐ সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরিতে বাঁধা তৈরি করে এবং কার্যকর ভূমিকা পালন করে।

Update

Update: ঝাড়ুদারকে আপডেট রাখতে এ অপশনের মাধ্যমে। নিদিষ্ট ওয়েব পেজ ভিজিট করে ঝড়ুদার এর নতুন সংস্করণ সম্পর্কে জানতে পারবেন এবং ফ্রী ডাউনলোড করতে পারবেন।

About

About: ঝাড়ুদার সম্পর্কিত সকল তথ্য এখানে পাবেন।

ঝাড়ুদার ১.৪ ডাউনলোড লিংকঃ


http://www.mediafire.com/download.php?fbv10e13m1jfb8z

Read more ...

Thursday, 16 February 2012

একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া; ভারত-বাংলাদেশ সাইবার যুদ্ধ



১. বিপদ কে ভয় পাচ্ছেন? পুলিশ, র‍্যাব, ডিজিএফ আই কে ভয় পাচ্ছেন? নাকি ইন্ডিয়ান হ্যাকারদের কে ভয় পাচ্ছেন? সীমান্তে হাজার হাজার নিরীহ বাংলাদেশী হত্যা করা হল, এখনও করা হচ্ছে, সেটা ভুলে যাচ্ছেন?

২. ইন্ডিয়া আমাদের দেশের ভেতরে চক্রান্ত করছে, ওদের অনেকে সংঘঠন ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দখল করে নিবে। আপনার মা, বোন কে যদি একদল সন্ত্রাসী এসে দখল করে নিতে চায়, আপনি একা হলেও সেটা চুপ চাপ দেখবেন?

৩. ইন্ডিয়া আমাদের দেশের কৃষি সহ অন্যান্য শিল্প ধ্বংস করার চেষ্টায় আছে অনেক দিন থেকে এবং করছেও, তাও ওদের কে ভয় পেয়ে ছেড়ে দেবেন? কিছু একটা করার ক্ষমতা থাকার পরেও?
সবাই কে অনুরোধ করছি, " বাংলাদেশে র' " - লেখক প্রাক্তন ডিজিএফ আই প্রধান আবু রুশদ, বইটি পড়ে দেখবেন, তাহলে আশা করি ধারণা করতে পারবেন ইন্ডিয়া বাংলাদেশ কে নিয়ে কি রকম ভয়ঙ্কর চক্রান্তে মেতে উঠেছে।

২. আজকে প্রায় এক সপ্তাহ হতে চল্ল তাও বলছেন ভারতীয় হ্যাকার রা বুঝে উঠতে পারল না কেন এই সাইবার যুদ্ধ? ওরা কখনই বাংলাদেশ কে ছেড়ে দেয়নি এবং দিবেও না। ওরা কি ঘোষণা দেয়নি বাংলাদেশ এর সাইবার স্পেস ওরা ধ্বংস করে দিবে? তারপরেও বলছেন, ওরা বুঝতে পারছে না?

৩. ভারতের বেশিরভাগ মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশী দের কে কি পরিমাণ ঘৃণা করে, সেই খবর আশা করি সবাই জানেন।

৪. যদি বলেন বিপদ, তাহলে সেটা যত টুকু ডেকে আনার, তা ডেকে আনা হয়ে গেছে। এখন থেমে যাওয়া মানেই প্রতিপক্ষকে ভয় পাওয়া। এবং ভারত যদি আমাদের তরুণ প্রজন্ম ও ভারত কে ভয় পায়, তাহলে সেটা আমাদের দেশ এর জন্য ভয়ানক হয়ে দাঁড়াবে। ভারত তখন যা খুশি তাই করবে। একবার ভয় পেয়েছেন, যুদ্ধ থেকে চলে গেছেন, এটা যখন সারা পৃথিবী জানবে, সেটা কি বাংলাদেশ এর জন্যে খুব ভাল কিছু হবে?

৫. বরং, এখনও আমরা অনেক ভাল অবস্থায় আছি। আমাদের হ্যকার রা ভারতের হ্যকার দের চাইতে কোন অংশে কম নয়। বরং অনেক বেশি স্মার্ট। আপনারা নিজের মধ্যে হীনমন্যতা তা প্রশ্রয় দেবেন না প্লিজ। ভারত সরকার ই বরং বাংলাদেশ এর হ্যাকার দের কে ভয় পেয়ে বিবৃতি দিয়েছে যে তাদের সরকারি কিছু ওয়েবসাইট যেন বন্ধ রাখা হয়।

৬. একটা যুদ্ধতে সংখ্যা বড় ব্যাপার। কিন্তু তার চাইতেও বড় বিষয় হল, মন এর জোর, আত্ম-মর্যাদা, ইচ্ছা, সংকল্প এর দৃঢ়তা। পৃথিবীতে অনেক যুদ্ধ এর ইতিহাস আছে, যেখানে জয়ী দল সংখ্যায় কম ছিল।

৭. সবশেষে একটা কথা না বললেই নয়, যুদ্ধ কখনই আমরা চাইনি, চাই না। আমাদের কে বাধ্য করা হয়েছে প্রতিহত করতে। আমরা প্রতিহত করছি। আমরা প্রতিবাদ করছি আমাদের বোন ফেলানি কে হত্যা করে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখার, আমরা প্রতিবাদ করছি আমাদের হাজার হাজার ভাই কে বিনা বিচারে কুকুরের মতো গুলি করে হত্যা করার, আমরা প্রতিবাদ করছি আমাদের দেশ জন্য যা কিছু হুমকি তার বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি আমাদের দেশের ভেতর এ ভারত এর দালাল দের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি আমাদের পুতুল সদৃশ রাজনৈতিক নেতাদের দেশবিরোধী কর্মকান্ডের, আমরা প্রতিবাদ করছি সমস্ত অন্যায় এবং অবিচার এর। আমাদের ভাই, বোন দের কে বিনা বিচারে গুলি করে হত্যা করা হলে আমরা প্রতিবাদ স্বরুপ তাদের ওয়েব সাইট হ্যাক করছি, এটা খুব ই নগন্য বিচার। ভারতীয় খুনিদের শাস্তি হোক, তাদের কে এতদিন যারা মৌন সমর্থন দিয়েছে, তাদের ও শাস্তি হোক। আন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুই ই সমান অপরাধী। একটি মহল, যেনে বুঝে বাংলাদেশী হ্যাকার দের মধ্যে দূর্বলতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে ( আর অন্যরা আশঙ্কা থেকে বলছেন ) সমস্ত বাংলাদেশী হ্যাকার ভাই দের প্রতি আকুল আবেদন, তাদের এই চেষ্টা কে প্রশ্রয় দেবেন না, আপনারা কেউ ভয় পাবেন না। আমাদের যেটা দরকার সেটা হল সচেতনতা। আপনার সতর্ক থাকুন, সচেতন থাকুন। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালাবেন না কেউ। এটা এখন একটা আন্তর্জাতিক ঘটনা। এর সঙ্গে দেশের মান, সম্মান, সার্বভৌমত্ত্ব এবং দেশের ভবিষ্যত প্রজন্মের মনন এর প্রতিফলন জড়িত।

Read more ...

Wednesday, 15 February 2012

Aluminium Security 3.0 | ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স




Aluminium Security 3.0 | ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স
ক্লাস সমূহঃ Education, General Security, System Security & Web Security (SQL Injection, Web Hacking, Server Hacking, Server Rooting & Exploits)
কোর্স ফিঃ ১২০০ ৳ | একহাজার দুইশত টাকা
আগ্রহীরা মেসেজ করুনঃ http://facebook.com/almas.zaman

Aluminium Security এর বৈশিষ্ট্যঃ
১. বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনলাইন ভিত্তিক ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স Aluminium Security এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ এবং টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল আকাড়ে পরিচালিত করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।

২. সর্বচ্চ বিস্তারিত, প্রাঞ্জল এবং বোধগম্য টেক্সট পোষ্ট টিউটোরিয়াল ছাড়াও বিশষ ক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা।

৩. কোর্স চলাকালীন পুরো মাস ব্যাপী সকল ক্লাসের সংরক্ষন রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারবেন।

৪. কোন বিষয় সম্পর্ক জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে Aluminium Security এর কাছে সরাসরি প্রশ্ন করার সুবিধা।

৫. কোর্স শেষে Aluminium Security কতৃক সার্টিফিকেট এবং a1um1n1um Cyb3r R3g1m3nt এর সদস্য হবার সুযোগ।

Read more ...