BornnoLab - এর সকল সফটওয়্যার গুলোর মধ্যে BDAnti-Porn একটি বহুল জনপ্রিয় সফটওয়্যার। BDAnti-Porn 2.3 এরপর 2.5 এর সর্বশেষ সংস্করণ। 2.3 এর বহুল জনপ্রিয়তা পবার কারণে BornnoLab নতুন এই সংস্করণটি উন্মুক্ত করেছে। পূর্ববর্তী সংস্করণের ভুল সমূহ সংশোধন, সমৃদ্ধ ডাটাবেস ও পরিচ্ছন্ন অ্যালগরিদম বিশিষ্ট এই নতুন সংস্করণটি আরও বেশি ভাল হবে বলে আশা করছি।
আশিকুজ্জামান আলমাস
CEO, CTO –BornnoLab
BDAnti-Porn 2.5 –এর ফিচার সমূহ:
১. বাংলাদেশের প্রথম অ্যান্টিপর্ণ সফটওয়্যার।
২. প্রায় ১৬০০ এর অধিক পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করতে সক্ষম।
৩. বাংলাদেশি পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করতে সক্ষম।
৪. সহজে এনাবল ও ডিজেবল করার সুবিধা।
৫. এনাবল থাকা অবস্থায় আনইন্সটল করবার সুবিধা।
আরও উন্নত ও সমৃদ্ধ ডাটাবেস:
BDAnti-Porn 2.5 –তে সংযোগ করা হয়েছে উন্নত ও আরও সমৃদ্ধ ডাটাবেস নতুন এই সংস্করণে গুগোল সার্চ ফলাফলকে ব্যবহার করা হয়েছে। ভাল মানের গুগোল সার্চ ফলাফল পাবার জন্য ব্যবহার করা হয়েছে গুগোল ডর্ক। যার ফলাফল হিসাবে নতুন এই সংস্করণ দেশি, বিদেশি পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ফোরাম-ব্লগ এবং ছবি ও টেক্সট ভিত্তিক ওয়েবসাইটও বন্ধ করতে পারে।
দেশি ও বিদেশি ওয়েবসাইট মিলে নতুন এই সংস্করণে প্রায় ১৬০০ এর অধিক পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট সংযোগ করা হয়েছে। বাংলাদেশের তুলনামূলক ভাবে জনপ্রিয় শতকরা প্রায় ৯০ ভাগ এর অধিক পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করতে পারবে এই নতুন এই সংস্করণ। ফলে দেশিয় পর্ণ বিচরণ অনেকাংশে কমে আসবে।
পরিচ্ছন্ন অ্যালগরিদম:
BDAnti-Porn 2.5 –এর পরিচ্ছন্ন অ্যালগরিদম এই নতুন এই সংস্করণকে আরও বেশি দ্রুত ও স্বচ্ছ করেছে। প্রথমত সফটওয়্যারটি BDAnti-Porn 2.5 –এ থাকা ডাটাবেস বিশ্লেষণ করে এবং দ্বিতীয়ত এই ডাটাবেসকে সংযোগ করা হয়। তৃতীয়ত সংযোগ কৃত ডাটাবেস ডিএনএস পয়জোনিং তৈরি করে এবং সর্বশেষ চতুর্থ ধাপে এটি পর্ণ সম্পর্কিত ওয়েবসাইট বন্ধ করে।
ভিডিও টিউটোরিয়াল:
ডাউনলোড:
[«] Download: http://goo.gl/itZih
BDAnti-Porn 2.5 একটি সম্পূর্ণ উন্মুক্ত বাংলাদেশী সফটওয়্যার সুতরাং এটি বিনামূল্যে ডাউনলোড এবং সংগ্রহ করা যাবে। বাংলাদেশি সফটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিতে আপনি BDAnti-Porn 2.5 যে কোন মাধ্যমে শেয়ার করতে পারবেন। আমাদের প্রত্যেকের ফেসবুক আইডিতে সফটওয়্যারটি একটিবার করে শেয়ার করলে হয়তো একদিন এদেশের সফটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স
দেশের প্রথম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান "Aluminium Security" আগামী ১১ই আগস্ট তাদের অনলাইন ভিত্তিক ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স এর ৬ষ্ঠ তম ব্যাচ আরম্ভ করতে যাচ্ছে। এটি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইন ভিত্তিক প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স।
• বিস্তারিত: http://aluminium-security.com/asc.php
দেখেন http://m.somewhereinblog.net/blog/localhost/29632102
ReplyDelete