কোন প্রকার সফটওয়্যার ব্যবহার না করে আপনার পিসির USB পোর্টকে Write Protect বা Read only করে রাখতে পারেন খুব সহজেই।
প্রথমে Start>Run এ গিয়ে Regedit টাইপ করে Enter চাপুন
Registry Editor খুললে HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control ওপেন করুন
Control এ রাইট ক্লিক করে New>Key তে StorageDevicePolicies নামে নতুন Key তৈরি করুন
StorageDevicePolicies এর উপর রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value নিন এবং এর নাম দিন WriteProtect
এখন ইউএসবি পোর্টে একটি পেন ড্রাইভ সংযুক্ত করে দেখুন এতে কোন ডাটা কপি করা যাচ্ছে না। এটি Disable করার জন্য Value Data হিসেবে 0 /শূন্য দিন।
লেখাটি এখান থেকে নেওয়াঃ http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/5578/
No comments:
Post a Comment