কম্পিউটারের সিষ্টেম পরিচর্যায় এবং ডাষ্ট ফাইল ক্লিনিং এ আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকি। সেগুলোর বেশির ভাগই হলো বিদেশী সফটওয়্যার। তবে আজ সময় এসেছে বিশ্বময়দানে মাথা উচু করে দাঁড়ানোর। শুভ মুক্তি পেল সম্পূর্ণ বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং উন্মুক্ত সফটওয়্যার “Zarudar / ঝাড়ুদার |বাংলার ঝাড়ুদার…” প্রায় ৮০ প্রকারের সিষ্টেম এবং ব্লাউজার ডাষ্ট ক্লিন করতে পারে এই বাংলাদেশী সফটওয়্যার ঝাড়ুদার।
বাংলাদেশের অন্যতম ইথিক্যাল হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি তে Zarudar Beta 1 এবং Zarudar Beta 2 ছাড়ার পর সকল প্রকার বাগ সমাধান করে অবশেষে পরিপূর্ণ ভাবে শুভ মুক্তি পেল বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার “Zarudar v1.0”
কি থাকছে Zarudar v1.0 / ঝাড়ুদার ১.০ তেঃ
প্রথমেই মনে করিয়ে নেই ঝাড়ুদার আমাদের সম্পূর্ণ বাংলাদেশী একটি উন্মুক্ত সফটওয়্যার। শক্তিশালী ব্যাটস প্রোগ্রামিং বিশিষ্ট ইন্জিন এবং ভিজ্যুয়াল বেসিক এর তৈরি আউটলুক ও সিষ্টেম মেনু কোডিং যুক্ত করা হয়েছে ঝাড়ুদার এ...
এক নজরে দেখে নেই Zarudar v1.0 / ঝাড়ুদার ১.০ এর সুবিধা সমূহঃ
১ . সম্পূর্ণ উন্মুক্ত বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার।
২ . 2X দ্রুত অন্যান্য সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার থেকে।
৩. সর্বচ্চ সিষ্টেম ডাষ্ট ক্লিন করতে সক্ষম। প্রায় ৮০ প্রকারের বেশি...
[ System ]
- Windows Temp Files
- Windows Temp 1054 Files
- Windows prefects Files
- Offline Web Pages
- Wbem Log Files
- Log Files
- DirectX Log Files
- DtcInstall Log Files
- PFRO Log Files
- Setupact Log Files
- Setuperr Log Files
- TSSysprep Files
- Sammui Files
- Scesetup Files
- Scecomp Old Files
- Recent Files
- History Files
- Temporary Files
- Empty Recycle Bin
- Temporary Files
- Clipboard Files
- Memory Dumps
- Chkdsk File Fragments
- Windows Log Files
[ Windows Explorer ]
- Recent Documents
- Run (in Start Menu)
- Search Auto complete
- Other Explorer MRUs
- Recently Typed
- History
- Log Files
- History
- Cookies
- Recently Typed URLs
- Index.dat files
- Last Download Location
- Cached Feeds
- Add-ons Statistics
- Auto complete Form History
- Saved Passwords
[ Mozilla FireFox ]
- Internet Cache
- Internet history
- Cookies
- Download history
- Session
- Saved Form Information
- Saved password
- Compact Databases
[ Opera ]
- Internet Cache
- Internet history
- Cookies
- Download history
- Session
- Saved Form Information
- Saved password
- Compact Databases
- Website Icon
- Offline Web Pages
- Wbem Log Files
[ Google Chrome ]
- Internet Cache
- Internet history
- Cookies
- Download history
- Session
- Saved Form Information
- Saved password
- Compact Databases
- Website Icon
- Offline Web Pages
- Wbem Log Files
[ Applications ]
- MS Office Picture manager
- MS Office 2003-20010
৪ . Win98 | Win2000 | Win Xp | Win Vista | Win 7+ সাপোর্ট নিতে পারে।
৫ . USB রাইট প্রটেকশন রিমুভ করতে পারে।
৬ . সয়ংক্রিয় আপডেট ছাড়াও কাষ্টম আপডেট নিতে পারে।
৭. ব্যাবহারে সহজ এবং প্লেইন মেনুবার ছাড়ার এতে রয়েছে আর্কষরণীয় ফ্লাট ডিজাইন।
ডাউনলোড লিঙ্কঃ
ডাউনলোড করুন আমাদের ঝাড়ুদার...
উইন্ডোজ 7 ব্যাবহারকারীঃ
যদি কোন কারনে উইন্ডোজ 7 ব্যাবহারকারীরা Runtime Error এর ঝামেলায় পড়েন তবে Zarudar | ঝাড়ুদার এ রাইট ক্লিক করে “Run as administrator” দিয়ে চালু করতে হবে।
শেষ কথাঃ
একজন সত্যিকারের বাংলাদেশী হিসাবে বাংলাদেশী সফটওয়্যার ব্যাবহার করা এবং শেয়ার করা আমাদের সকলেরই দায়িত্ব। আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব বোধ থেকে বাংলাদেশী সফটওয়্যার ব্যাবহার করি এবং সবার সাথে এমন কি বিভিন্ন ব্লগে এসব নিয়ে শেয়ার করি। আপনাদের সামান্য চেষ্টা হয়তো আমাদের বাংলাদেশের সফটওয়্যার শিল্পকে আরও সমৃদ্ধ করবে...
very good viya
ReplyDeleteভাই আমি আপনার মত করে ব্লক সাজাতে চাই কিন্তু পারছি না
ReplyDeleteদয়া করে আমাকে সাহায্য করুন।
আমার ব্লগটি হল http://gipsyonline.blogspot.com
আমার ইমেল হল gipsy.shipon@yahoo.com
ছোট ভাই মনে করলে সাহায্য করুন
আপনার ব্লগ আমার পছন্দ হয়েছে আর একটু কথা
ব্লগারে কি juoomla ইনিসটুল করা যায় জানলে একটু বলুন
Thank you
thx... :)
ReplyDeleteThanks apnar blog valo legeche. Ami asa kori apnar blog er ekjon regular visitor hobo.
ReplyDeleteThank you,
very good
ReplyDeleteভাই আমি আপনার সফওয়্যার টা ডাউনলোড করতে চাই। কিন্তু ডাউনলোড লিংক পাচ্ছি না। ব্লগে দেয়া লিংকটি কাজ করে না।
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletevai file to paina .kivabe download korbo
ReplyDelete