Thursday, 13 October 2011

নিরাপত্তায় রাখুন আপনার যে কোন গুরুত্বপূর্ণ তথ্য !



আমাদের ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য রাখার জন্য বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করে থাকি। এ সব কৌশল খুব একটা মজবুদ না। আনেকে একের পর এক ফোল্ডার তৈরি করে নিজের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আবার অনেকে হিডেন (চোরা-কারবারি) কৌশলের প্রয়োগ ঘটায়। এই দুই কৌশলের কোনটিই সামান্য মত নিরাপদ নয়। তাই ফোলডার প্রোটেক করার জন্য Folder Protector 5.43 ব্যবহার করতে পারেন। আসা করি আপনাদের ১০০% কাজে লাগবে...

যে সকল সুবিধা পাচ্ছেন Folder Protector 5.43 তেঃ
১. ফোল্ডার প্রোটেক করার ক্ষমতা।
২. পাসওয়াট ছাড়া কোন তথ্য ডিলিট, কাট, কপি, পেষ্ট বা মুভ হবে না।
৩. ভাইরাস দ্বারা আক্রমনিত হবে না।
৪. পোটেবল তাই ইন্সটল করার ঝামেলা নেই।
৫. পেনড্রাইভে ১০০% নিরাপত্তা দিতে সক্ষম।
৬. পেনড্রাইভে দুটো পাটিশন তৈরি করে নিরাপত্তা জোরদার করে।
৭. এটি এন্টি পাসওয়াট ক্রাকিং ইন্জিন বিশিষ্ট তাই কোন ক্রাকিং সফটওয়্যার এটিতে কাজ করবেনা।


এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য
[ 695 kb ]

No comments:

Post a Comment