Wednesday 19 October 2011

কীলগার হতে বাঁচার সাধারন একটি উপায়...

যদি আপনি কী লগার জাতীয় কোন এর শিকার হন তবে প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং Processes ট্যাব থেকে User Name তালিকায় System ও Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন।

এরপর My Computer/Tools/Folder Options/View এ ক্লিক করুন এবং নিম্নের চিত্রর মত সিলেট করুন।

hacker

এখন My Computer থেকে সগুলো পাটিশনের System Volume Information নামক হিডেন ফাইলটি ওপেন করুন এবং ভিতরের সকল ডাটা ডিলিট করুন। এ সময় অবশ্যই এন্টিভাইরাস চালু রাখবেন।
সবশেষে Start/Programs/Startup থেকে অপরিচিত বা সন্দেহমূলক প্রোগ্রাম ডিলিট করুন।

No comments:

Post a Comment