Friday, 15 June 2012

উন্মুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার ঝাড়ুদার এর নতুন সংস্করণ ঝাড়ুদার ১.৫ লাইট


দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বর্নল্যাব তাদের বহুল জনপ্রিয় সিস্টেম অপ্টিমাইজ এবং অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কারক মুক্ত সফটওয়্যার ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট উন্মুক্ত করেছে। প্রায় ছয় হাজার (৬০০০) এর অধিক ব্যবহারকারী ঝাড়ুদার ১.৪ এ থাকলেও বর্নল্যাব আশা করছে ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট, ঝাড়ুদার ১.৪ এর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।
ঝাড়ুদার ১.৫ লাইট
ঝাড়ুদার ১.৫ লাইট

ঝাড়ুদার ১.৫ লাইট:

ঝাড়ুদার ১.৫ লাইট
ঝাড়ুদার ১.৫ লাইট
সকল ইন্টারনেট এবং সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট এ ব্লাউজর এবং অ্যাপলিকেশন সফটওয়্যারের এক্সেস হালকা করা হয়েছে, যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্লাউজর এ রাখা প্রয়োজনীয় তথ্য, বুকমার্ক এবং প্লাগিং এর কোন প্রকার ক্ষতি ছাড়াই সিস্টেম অপ্টিমাইজ এবং অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারবে। যার দরুন সব ধরনের কম্পিউটার ব্যবহারকারীরাই ঝাড়ুদার এর নতুন সংস্করণ ১.৫ লাইট ব্যাবহার করতে পারবেন।

নতুন ঝাড়ুদার ১.৫ লাইট এ যা থাকছে/সুবিধা সমূহ:

ঝাড়ুদার ১.৫ লাইট
ঝাড়ুদার ১.৫ লাইট
  • কেবল মাত্র ৮ মেগাবাইট মেমরি শেয়ার করে।
  • মাইক্রোসফট ও/এস এর অধিকাংশ অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারে।
  • মেমরিতে থাকা অপ্রয়োজনীয় ডাস্ট ফাইল পরিষ্কার করতে পারে।
  • অপারেটিং সিস্টেম এর পারফরমেন্স বৃদ্ধি করে।
  • সম্পূর্ণ ভিজুয়াল বেসিক প্রোগ্রাম কোড হবার ফলে ইঞ্জিন আরও দ্রুত হয়েছে।
  • কমপ্লেক্স প্রোগ্রাম কোড থেকে সহজ নতুন প্রোগ্রাম কোড যুক্ত করা হয়েছে।
  • পরিচ্ছন্ন অ্যালগোরিদম মেনে চলায় দুর্বলতা কমে এসেছে।
  • ইউএসবি গার্ড, রাইট প্রোটেকশন ছাড়াও রয়েছে আপডেট সুবিধা।
  • মাইক্রোসফট অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এক্স পি, ভিস্তা এবং সেভেন এ রান করতে পারে।
  • শতভাগ ভাইরাস এবং স্পাইওয়্যার মুক্ত সম্পূর্ণ বাংলাদেশী মুক্ত সফটওয়্যার।

ঝাড়ুদার ১.৫ লাইট ভিডিও টিউটোরিয়াল:

ঝাড়ুদার ১.৫ লাইট ডাউনলোড লিংক:

স্বাধীনতার ৪১ বছরের মাথায় এই দেশকে ভালবাসি, দেশীয় সফটওয়্যার ব্যবহার এবং সবার সাথে শেয়ার করি।
Md. Ashiquzzaman Almas
Founder CEO, CTO at BornnoLab; Aluminium Security

4 comments:

  1. share korar jonno dhonnobad

    ReplyDelete
    Replies
    1. ভাই এই সফটওয়ার মুছে ফেলেছে যদি আপনার কাছে থাকে আমাকে দয়া করে শেয়ার করুন।

      Delete
  2. ধন্যবাদ আপনাকেও...

    ReplyDelete
  3. লিংক গুলো আপডেট করেন।

    ReplyDelete