স্বাগতম সবাইকে, আমরা Aluminium Security...
একসাথে কাজ করবে টেকটিউনস এবং Aluminium Security
এখন থেকে টেকটিউনস এবং Aluminium Security একসাথে কাজ করবে এবং বিভিন্ন ক্ষেত্র পারস্পরিক সহযোগিতা করবে। এ জন্য টেকটিউনস এর প্রতিষ্ঠাতা পরিচালক CEO ও CTO মেহেদী হাসান আরিফ -কে Aluminium Security এর পক্ষ্য থেকে অসংখ্য ধন্যবাদ।
Aluminium Security:
২০১১ সালের ২৫শে নভেম্বর বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক ইথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি কোর্স হিসাবে যাত্রা শুরু করে নিরাপত্তা প্রতিষ্ঠান Aluminium Security । অল্প কিছু দিনের মধ্যে জনপ্রীয় হয়ে উঠে এই প্রতিষ্ঠান। ধারাবাহিক ভাবে কোর্স পরিচালনা করে আজও Aluminium Security তাদের চতুর্থ তম ব্যাচ সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। তৈরি করেছে দেশের প্রায় ২৫ জন এর অধিক সিকিউরিটি এক্সপার্ট।
এবার, দেশের সকল ধরনের ওয়েব সাইটের নিরাপত্তা পরীক্ষায়, Aluminium Security ওয়েব ডেভেলপার ও সাধারণের জন্য চালু করলো ওয়েবসাইট ভারনারবেলেটি স্ক্যানার বা ওয়েবসাইট দুর্বলতা পরীক্ষা বিভাগ। নিরাপত্তা প্রতিষ্ঠান Aluminium Security এর ভারনারবেলেটি স্ক্যানার বিভাগ বিভিন্ন রকমের ওয়েবসাইটের দুর্বলতা পরীক্ষা করতে কাজ করবে। প্রাথমিক অবস্থায় এই বিভাগ প্রতিটি ওয়েব সাইটের ক্ষেত্রে প্রায় ২৬ রকমের দুর্বলতা পরীক্ষায় করবে। দুর্বলতা পরীক্ষা শেষে ওয়েব ডেভেলপার বা এডমিন কে উক্ত ওয়েবসাইটের দুর্বলতা সম্পর্কে অবহিত করবে এবং তা নির্মূলে আন্তরিক সহযোগিতা করবে।
যে সকল ভারনারবেলেটি বা দুর্বলতা পরীক্ষা করবে এই বিভাগ :
- SQL Injection Vulnerability Scan
- SQL Injection (Blind) Vulnerability Scan
- MsSQL Vulnerability Scan
- MsSQL Blind Vulnerability Scan
- MySQL Vulnerability Scan
- MySQL error based Vulnerability Scan
- MySQL Blind Vulnerability Scan
- MySQL time based Vulnerability Scan
- Oracle Vulnerability Scan
- Oracle error based Vulnerability Scan
- PoaygreSQL Injection Vulnerability Scan
- Sybase Vulnerability Scan
- Sybase Blind Vulnerability Scan
- AcuSensor Vulnerability Scan
- CSRF Vulnerability Scan
- Weak Directory Vulnerability Scan
- File Upload Vulnerability Scan
- GHDB Vulnerability Scan
- DNN Vulnerability Scan
- IIS Vulnerability Scan
- Network Scripts Vulnerability Scan
- Parameter Manipulation Vulnerability Scan
- Weak Password Vulnerability Scan
- Bad Web Application Vulnerability Scan
- XSS Vulnerability Scan
- Administrator Entrance Vulnerability Scan
ভারনারবেলেটি বা দুর্বলতা পরীক্ষা করার প্রয়োজনীয়তা:
প্রতিটি ওয়েব সাইটের ক্ষেত্রে অবশ্যই ভারনারবেলেটি স্ক্যান করার প্রয়োজনীয়তা রয়েছে। ওয়েব সাইটের ভারনারবেলেটি বা দুর্বলতা সম্পর্কে আগে থেকে সচেতন থাকলে এবং দুর্বলতা গুলো সমাধান করলে,হ্যাকারদের কর্তৃক ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি কমে যায়। অর্থাৎ ভারনারবেলেটি স্ক্যান করার প্রয়োজনীয়তা রয়েছে, যা নিম্ন রূপ:
- হ্যাকারদের হতে নিরাপত্তা।
- ডাটাবেস চুরি রোধে নিরাপত্তা।
- হ্যাকার কর্তৃক ডাটাবেস মুছে দেওয়া প্রতিরোধ।
- গুরুত্বপূর্ণ তথ্যাদি ফাঁস হওয়া প্রতিরোধ।
- ওয়েব সাইটের আর্থিক ক্ষতি হতে নিরাপত্তা।
- এডমিন পাসওয়ার্ড হ্যাক প্রতিরোধ।
- হ্যাকার কর্তৃক সার্ভার হ্যাক প্রতিরোধ।
- ম্যালওয়্যার ও ভাইরাস সংক্রামণে প্রতিরোধ সহ ইত্যাদি।
ওয়েব সাইটের নিরাপত্তার হার:
হ্যাক হবার পূর্বে কোন ওয়েব সাইটের ভারনারবেলেটি স্ক্যান করলে সেই ওয়েব সাইটির প্রায় ৮০% পর্যন্ত নিরাপদ রাখা সম্ভব হয় এবং অগ্রিম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।
ভারনারবেলেটি স্ক্যান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:
as.root.bd@gmail.com
+8801737 76 64 90
CEO, CTO at Aluminium Security; BornnoLab
No comments:
Post a Comment