Tuesday, 3 April 2012

বুকের বাকসোয় গুড়ের গন্ধ | অধ্যাপক মাজহারউল মান্নান




বুকের বাকসোয় গুড়ের গন্ধ

স্মৃতির নিধুয়া পাথার পেরিয়ে
চলে যাই বারুনীরচান কিংবা চৈতনমৈতনের
ভিড়াক্রান্ত মধ্যাহ্ন মেলায়।
তালপাতার পাখির শব্দে জেগে ওঠে বৈশাখের
রজস্বলা নদী পোয়াতি জমি গাভিন খেত
যেখানে খনার বচনের পুঞ্জিভূত মেঘ
অতিক্রম করে পুষ্পিত বিজ্ঞান
নকসিকাঁথায় ভাঙে বুকের কাছাড়।

ইদানিং গ্রন্থিল গৃহ চিত্রার্পিত নদী
নবান্নের বাঁশি হয়ে বুকের ভেতর কড়া নাড়ে অবিরাম
বাল্যের বৃন্তে খোঁজে আমকাটা ছুরি খেয়ালি বাটুল
নীড়মগ্ন পাখি আর
বুকের বাকসোয় গুড়ের গন্ধ খোঁজে
অলৌকিক ঢাকনা মেলে।

No comments:

Post a Comment