Sunday 28 August 2011

ফ্লাশড্রাইভের অটোরান ভাইরাস থেকে মুক্তির উপায়...


আটোরান ( autorun.inf ) আসলে কোন প্রকার ভাইরাস নয়। এটি ফ্লাশড্রাইভের যে কোন প্রকার ফাইল বা ভাইরাসকে সয়ংক্রীয় ভাবে চালু করে থাকে। আবার কিছু কিছু ভাইরাস নিজেরাই autorun.inf তৈরি করে থাকে। যার ফলে ফ্লাশড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলেই নিদৃষ্ট ফাইল বা ভাইরাস সয়ংক্রীয় কম্পিউটারে ভাবে চালু হয়ে যায়। তবে যদি কম্পিউটারের আটোরান সিষ্টেম ডিজাবল করে দেওয়া থাকে সে ক্ষেত্রে ফ্লাশড্রাইভের ভাইরাস আপনার কম্পিউটারে সয়ংক্রীয় ভাবে চালু হতে পারবে না। কম্পিউটারের আটোরান সিষ্টেম বন্দ করতে নিচের ট্রিকসটি অনুসরন করতে পারেন। এ জন্য প্রথমে Start/Settings/Control panel/Administrative Tools/Services থেকে Shell Herdware Detection এ ডাবল ক্লিক করুন এবং Start up type Disabled করে Apply এবং Ok করে বেড় হয়ে আসুন। এরপর আপনার কম্পিউটার একবার রিস্টার্ট করুন। এখন থেকে আপনার কম্পিউটারে কোন ফ্লাশড্রাইভ আটোরান করতে পারবে।

No comments:

Post a Comment