Sunday, 28 August 2011

কম্পিউটারের সিস্টেম চালু করুন দ্রুত গতিতে



সাভাবিক ভাবেই কম্পিউটারের অপারেটিং সিস্টেম দ্রুত চালু ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে প্রোসেসর, রাম এবং হার্ডডিস্কের উপর তাছাড়া উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের চালু হবার গতি অন্যান্য মুক্ত অপারেটিং সিস্টেমের তুলনায় ধীর গতির। তবে যাদের হার্ডওয়ার কনফিগার উন্নত নয় এবং উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য এই ট্রিকসটি অনেক কাজের। এজন্য প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন এবং Regedit লিখ Ok করুনএখন HKEY_LOACAL_MECHINE / SYSTEM /CurrentControlSet / Control থেকে ContentIndex তে ক্লিক করুনStartupDelay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুনএখন Decimal এ ক্লিক করুনভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে Ok করুন। সবশেষে কম্পিউটা রিস্টার্ট করুন

No comments:

Post a Comment