আমাদের পিসিতে My documents একটি গুরুত্বপুর্ন ফোল্ডার। M.S Office এর সকল ফাইল বাই ডিফল্ট ভাবে My documents এ সেভ হয়। এছাড়া বিভিন্য গেম এবং সফটওয়্যার এর প্রোফাইল My documents এ তৈরি হয়। আমরা যে সব ডাউনলোড করি, সেগুলোও বাই ডিফল্ট ভাবে My documents এ সেভ হয়। আর এই My documents এর অবস্থান বাই ডিফল্ট ভাবে C ড্রাইভ এ। সুতরাং নতুন করে সিষ্টেম পূর্বের তথ্য মুছে যাবার সম্ভবনা থাকে। আমরা যদি My documents এর অবস্থান C ড্রাইভ এর বদলে অন্য কোন ড্রাইভ এ সংযোগ করি, তাহলে সিষ্টেম সেটআপ দিলেও My documents অক্ষত থাকবে।My documents কে C ড্রাইভ থেকে সরিয়ে ফেলার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
১.প্রথমে সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ এ My documents নামে একটি ফোল্ডার খুলুন।
২. এবার ডেক্সটপ এ My documents এর properties এ ক্লিক করুন।
৩. Move ক্লিক করুন।
৪. টার্গেট হিসাবে অন্য ড্রাইভে আপনার তৈরিকৃত My documents ফোল্ডার টি দেখিয়ে দিন এবং OK করুন।
৫. Apply করে OK করুন। দেখবেন আপনার My documents, আপনার কাংখিত ফোল্ডার এ মুভ হয়ে চলে গিয়েছে। সুতরাং আর নয় ব্যাকআপ এর ঝামেলা !!!
আপনাকেও ধন্যবাদ Ortohin Asad ভাই।
ReplyDelete