Sunday, 28 August 2011

XP ও Win7 এর শার্টডাউন ও রিবুট গতি বৃদ্ধি করুন



কম্পিউটারের অপারেটিং সিস্টেম দ্রুত চালু ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে প্রোসেসর, রাম এবং হার্ডডিস্কের উপর তাছাড়া উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম বন্ধ হবার গতি অন্যান্য মুক্ত অপারেটিং সিস্টেমের তুলনায় ধীর গতির। তবে যাদের হার্ডওয়ার কনফিগার উন্নত নয় এবং উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা এই ট্রিকসটির মাধ্যমে কম্পিউটারের শার্টডাউন ও রিবুট গতি বৃদ্ধি করতে পারবেন। এজন্য প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন এবং Regedit লিখে Ok করুন। এখন HKEY_CURRENT_USER \ Control Panel থেকে Desktop এ ক্লিক করুন

WaitToKillAppTimeout খুঁজে বের করুন এবং ডাবল ক্লিক করে ভেলু 20000 এর পরিবর্তে 1000 লিখুনOk করুন। এখন HungAppTimeout খুঁজে বের করুন এবং ডাবল ক্লিক করে ভেলু 50000 এর পরিবর্তে 1000 লিখে Ok করুন। সবশেষে কম্পিউটার রিস্টার্ট করুন।

2 comments:

  1. Windows 7 Professional e WaitToKillAppTimeout and HungAppTimeout file khuje paoa jaynai.......

    ReplyDelete
  2. For Windows 7

    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

    WaitToKillServiceTimeout

    change 12000 to 2000
    save the file

    or see
    http://www.makeuseof.com/tag/3-ways-speed-windows-7-shutdown-process/


    Heheheheheheeh....

    ReplyDelete