Sunday 28 August 2011

নাম বিহীন ফোল্ডার তৈরি করুন !!!



আপনি ইচ্ছে করলে কম্পিউটারের যে কোন ড্রাইভে নাম বিহীন ফোল্ডার তৈরি করতে পারেন। শুনতে আবাক লাগলেও বাস্তবে ঠিক এমনটি করা সম্ভব। এটি আসলেই একটি মজার এবং অবাক করার মতন ট্রিকস। এজন্য প্রথমে আপনাকে একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে। ফোল্ডার তৈরি করার পর রাইট ক্লিক করে রিনেম করুন। এখন Alt চেপে ধরে 0160 টাইপ করুন এবং Enter চাপুন। দেখুন নাম বিহীন ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এপর স্বাভাবিক ফোল্ডারের মতই ব্যবহার করুন।

1 comment:

  1. windows 7 professional e kaj hoyna....
    please............chk

    ReplyDelete