Sunday 28 August 2011

My Computer এর Properties অপসনে পছন্দের ছবি ও তথ্য যুক্ত করুন

আপনি ইচ্ছে করলে My Computer এর Properties অফসনে পছন্দের ছবি ও আপনার তথ্যাদি সংযোগ করতে পারবেন। এ জন্য প্রথমে নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোডটি লিখুন

এখন File থেকে Save As ক্লিক করে ফাইলের নাম OEMINFO.INI লিখে সেভ করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যবহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp সেভ করুনমনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .BMP ফরমেটে থাকে এবং 180 x120 pixels এর মধ্যে হয়। । এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:\WINDOWS\System32 ফোল্ডারটির ভিতরে পেষ্ট করে দিনএখন My Computer থেকে Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি দেখতে পারবেন

2 comments:

  1. Replies
    1. ধন্যবাদ আপনাকে... আমি এ ব্যাপারে সঠিক তথ্য জানি না। দুঃখিত :(

      Delete